Alor Pother Sathi ft. Afia Alom Raka Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
এখন থেকে ভালো কিছুর সাথে সদা রবো
কথায় কাজে ভাল যারা তাদের বন্ধু হবো
মন্দ যারা তাদের থেকে আমরা দূরে রবো
যতই আসুক বাধার পাহাড় সত্য বলে যাবো
আমরা হবো আলোর পথের সাথী
চলার পথে জ্বালবো মোরা সত্য ন্যায়ের বাতি
কারো সাথে ঝগড়া ফেসাদ কভু করবো না
অহংকারীর সংগী সাথি আমরা হবো না
পরের জিনিস নিজের ভেবে যারা চুরি করে
তাদের থেকে থাকবো মোরা যোজন যোজন দূরে
নাইকো যাদের অন্ন কোন তাদের খাবার দেবো
আমরা হবো আলোর পথের সাথী
চলার পথে জ্বালবো মোরা সত্য ন্যায়ের বাতি
এতিম যারা তাদের মাথায় বুলিয়ে দেব হাত
আদর মায়ায় পাশে রবো সারা দিবস রাত
বড়দেরকে সম্মান দেব মানবো তাদের কথা
বাবা মাকে আচরণে নাহি দেব ব্যথা
যতই আসুক বাধার পাহাড় সত্য কথা কবো
আমরা হবো আলোর পথের সাথী
চলার পথে জ্বালবো মোরা সত্য ন্যায়ের বাতি