Vorer Alo Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
ভোরের আলো ফোটার আগে
আল্লা" তোমায় বলি
সকল সময় তোমার পথে
আমি যেন চলি
তুমি ছাড়া আর কে আছে
তোমার কাছে ভিড়ি
তোমায় খুঁজে ফিরি
প্রভু-তোমায় খুঁজে ফিরি
ভর দুপুরে বটের ছায়ায়
ক্লান্ত মনে আমি
ভাবি শুধু তোমার মায়া
কতুটুকু দামী
তোমার শীতল স্নেহের বাতাস
বইছে ঝিরি ঝিরি
ভোরের পাখির মতো আমি
তোমায় পেতে চাই
ফুল পাখিদের মতোকরে
তাসবীহ পরে যাই
তোমার ভালোবাসা পেতে
আমি সকাল সাঝে
শোকর আদায় যাই করে যাই
আমার সকল কাজে
জানি প্রভু তোমার দিদার
ফেরদাউসের সিঁড়ি