
তুমি আমার ভালোবাসা ও বন্ধু (You Are My Love and Friend) Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
তোমায় পেয়েছি আমি, জীবনের এই পথে
ভালোবাসা ও বন্ধু, তুমি আমার সবতে
বুঝে নিও আমায়, যেন কোনো কথা নেই
সমর্থন ও ভালোবাসা, তোমার কাছে পাই ঐ
হে প্রিয়, তুমি আমার আলো
ভালোবাসা ও সুখের ছোঁয়া
দেবদূতের মতো এসেছ তুমি
আমার হৃদয় ভরে দিয়েছ ভালোবাসা ও আনন্দে
তোমার হাত ধরে, হাঁটি এই জীবনে
তুমি আমার স্বপ্ন, তুমি আমার মনে
যত্ন ও ভালোবাসা, তুমি দিয়েছ অবিরাম
ঈশ্বরের উপহার, তুমি আমার প্রাণ
অবাক করা এই যাত্রা, তুমি আমার পাশে
ভালোবাসার এই বন্ধন, অটুট রাখা আশে
তুমি আমার বন্ধু, আমার ভালোবাসা
এই জীবনের সবচেয়ে মূল্যবান ভাষা
হে প্রিয়, তুমি আমার আলো
ভালোবাসা ও সুখের ছোঁয়া
দেবদূতের মতো এসেছ তুমি
আমার হৃদয় ভরে দিয়েছ ভালোবাসা ও আনন্দে
তোমায় ধন্যবাদ, এসেছ তুমি জীবনে
ভালোবাসা ও বন্ধুত্বের এই অনুভূতি অনন্যে
তুমি আমার হৃদয়ের সবচেয়ে সুন্দর গান
তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবনের প্রাণ