
তুমি আমার ভালোবাসা Honey,My Love Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
হে প্রিয় তুমিই আমার জীবনের ভালোবাসা
তুমিই আমার বন্ধু সঙ্গী মোর এই পথের পাশা।
তোমার বোঝাপড়া সমর্থন প্রেম আর যত্ন
শব্দের বাইরে আমার হৃদয়ের গভীরে তোমার ছোঁয়া।
ঈশ্বরকে ধন্যবাদ তোমায় পাঠানোর জন্য
আমার জীবনে এক ফেরেশতার মত তুমি এসেছো।
আমার হৃদয়ে আনন্দ ও প্রেম ভরে দিয়েছো
তুমি আমার ভালোবাসা আমার সব খুশির কারণ।
তুমি আমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার
তুমি আমার সঙ্গী আমার হৃদয়ের সবচেয়ে কাছের।
তোমার সাথে প্রতি মুহূর্ত আমি চেরিশ করি
তুমি আমার ভালোবাসা আমার জীবনের আনন্দধারা।
তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমি আমার সেরা বন্ধু
তোমার ভালোবাসা আমার জীবনে নিয়ে এসেছে নতুন সুর।
তোমার প্রেমে আমি খুঁজে পেয়েছি আমার পরিচয়
তুমি আমার প্রেম তুমি আমার স্বপ্ন তুমিই আমার জয়।
ঈশ্বরকে ধন্যবাদ তোমায় পাঠানোর জন্য
আমার জীবনে এক ফেরেশতার মত তু
মি এসেছো।
আমার হৃদয়ে আনন্দ ও প্রেম ভরে দিয়েছো
তুমি আমার ভালোবাসা আমার সব খুশির কারণ।
তুমি আমার ভালোবাসা আমার জীবনের সেরা উপহার
তুমি আমার সঙ্গী আমার হৃদয়ের সবচেয়ে কাছের।
তোমার সাথে প্রতি মুহূর্ত আমি চেরিশ করি
তুমি আমার ভালোবাসা আমার জীবনের আনন্দধারা।