![Nei](https://source.boomplaymusic.com/group10/M00/05/30/437d2a2a3989485c99bc6128b3230bb6_464_464.jpg)
Nei Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
কোন এক রাতের গভীর নি:শ্বাসে
দিশেহারা মন পালায় বহুদূর
কোন এক অযাচিত অবিশ্বাসে
আঁধারে ঘিরে আমায় রাতদুপুর
তুমি এখন ভীষণ সুখে ব্যস্ত খুব
বোকা সব অজুহাতে স্বার্থপর
কে ভেবেছিলো হঠাৎ তৃতীয় কোন ছায়ায়
চুরি হবে আমাদের সূর্য্যটা, আসবে ঝড়
বোবা চোখে নির্বাসন
বড় ক্লান্ত আমি এখন
একলা টেনে যাওয়া এ বাঁধনে
আমি রোজ রাতেই স্মৃতির পথে উধাও
মেঘ ভাঙ্গে বুকের ভেতর কোথাও
যদি ঘোর কাটে, জেনে যাবে নিমেষেই
আমাদের জীবনে
আমি নেই!
চোরাবালি বিষাদ ছুঁয়েছে এই আমায়
পরাজিত ক্ষণ বোঝে সবই শেষ
ছিঁড়ে গেছে সূতোর শেষের প্রান্তটাও
রয়ে গেছি আমরাই, যেন পুরনো অভ্যেস
আজ বোবা ঠোঁটে ক্ষোভ ভীষণ
বড় ক্লান্ত আমি এখন
একলা টেনে যাওয়া এ বাঁধনে
আমি রোজ রাতেই স্মৃতির পথে উধাও
মেঘ ভাঙ্গে বুকের ভেতর কোথাও
যদি ঘোর কাটে, জেনে যাবে নিমেষেই
আমাদের জীবনে
আমি নেই
বোবা চোখে কষ্ট ভীষণ
তুমি আমার নও এখন
ক্লান্ত আমি ধূসর এই বাঁধনে