Daakbox Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
একটা সকালের গান গাই
যে সকাল সুসংবাদ চিনে না
একটা পুরোনো ডাকবাক্স
পড়ে আছে ভীষণ জড়তায়
আর অন্ধকার
এভাবে প্রতিবার
তবু বলি শোনো
চিঠি ফেরত আসে নি এখনো
তাই শুনবে কি মরমধ্বনি সারারাত
আহত পাখির সুরে
আর গড়াবে অজস্র জল প্রতিবার
বেজে যাক তবু আমার গীটার
একটা ছায়ার মত কেউ
দাঁড়ায় বুকের মাঝে
উঠে নদী ভরা ঢেউ
ডাকে আকুল স্বরে
নিভে যায় তারা
এরপর আধারে অতল
আর অন্ধকার
এভাবে প্রতিবার
তবু বলি শোনো
চিঠি ফেরত আসে নি এখনো
তাই শুনবে কি মরমধ্বনি সারারাত
আহত পাখির সুরে
আর গড়াবে অজস্র জল প্রতিবার
বেজে যাক তবু আমার গীটার