ধুরু যাওতো অহনে রংঢং ভাল্লাগেনা গরমে বাচিনা Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
ধুরু যাও তো অহনে রঙ ঢং ভাল্লাগেনা গরমে বাচিনা
খালি কইলেই হইলো সময় অসময় বোঝোনা।।
এমন গরম পরতে আছে, মেঘ বৃষ্টি কিছুনাই
জীবন চাক্কা থাইম্মা গেছে এ কোনো চিন্তা নাই
কথা বুঝার চেষ্টা কর মুচকি মুচকি হাইসো না।
বাবুটার জ্বর আইসে, জ্বরের সাথে কাশি
আমার আল্লাহ জানে, কি মসিবতে আছি
সারাদিন টোটো কর কোনো খবর রাখোনা।
মসজিদে যাইয়া একটু আল্লাহ বিল্লা কর
যাতে একটু বৃষ্টি হয়, এই ফরিয়াদ করো
বাশার খাইরুলে কয় হে দয়াময় চাই তোমার করুনা।