আর হইলো না বিয়া, Ar Hoilo Na Biya,আকাশ ইসলামের নতুন গান Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
আমার আর হইলো না বিয়া
চুল পাকিয়া গেলো আমার
ভাবিয়া ভাবিয়া
সেনা বন্ধু আইবো কইয়া
আইলো না জীবনে
তারই আসায় দিবানিশি
কান্দি ক্ষনে ক্ষণে
দুঃখের সাগর পাড়ি দেব
বল কারে নিয়া
চুল পাকিয়া গেলো আমার
ভাবিয়া ভাবিয়া
সোনা বন্ধুর পিরিত আজো
ভুলতে পারি নাই
খোদার কাছে আরজি আমার
বন্ধুটারে চাই
বন্ধুরে না পাইলে আমি
যাব যে মরিয়া
চুল পাকিয়া গেলো আমার
ভাবিয়া ভাবিয়া