![Valobashay Problem (From মায়া -The Love) ft. Ziko](https://source.boomplaymusic.com/group10/M00/04/01/d49818a7343c4f7594d88cc2180cfc1e_464_464.jpg)
Valobashay Problem (From মায়া -The Love) ft. Ziko Lyrics
- Genre:Others
- Year of Release:2024
Lyrics
ভালবাসায় এত জ্বালা
এত যে প্রবলেম
আগে জানলে
করতাম নারে প্রেম
আজকে আমার হলো একি
চোখ বুঝিলে তোমায় দেখি
ভাল বাসায় এত জ্বালা
এত যে প্রবলেম
আগে জানলে
করতাম নারে প্রেম
প্রেমের জ্বরে ধরছে যারে
সেই তো জানে এর কি জালা
বুঝবে সেদিন পড়বে যেদিন
গলেতে প্রেমের মালা
কিসের নেশা ভালোবাসা
এই কথা কেউ কি জানে
এতটা যে জ্বালায় পোড়ায়
তবুও সে কাছে টানে
কষ্ট হলো প্রেম পিরিতির আরেকটি আইটেম
আগে জানলে করতাম না রে প্রেম