![Surma Surma ft. Imran](https://source.boomplaymusic.com/group10/M00/04/16/47cb866f551c44fda7f8afde1585b964_464_464.jpg)
Surma Surma ft. Imran Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
Surma Surma ft. Imran - Konal
...
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে
কেন যে সব লাগছে ভালো
চোখ জুড়ে কথার আলো
তোমার মধ্যে গেছি হারিয়ে
ভালোবাসা যেন বাড়লো
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে
শুধু যে মন বলছে কথা
ঠোঁট ছুঁয়ে লেখা কবিতা
বাতাসে এঁকে দেবো
বুকে থাকা যত বার্তা
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে
সুরমা সুরমা দিনে সুন্দর সুন্দর লাগে
সুরমা সুরমা দিনে সুন্দর সুন্দর লাগে।