
Bichchu Lyrics
- Genre:Metal
- Year of Release:2024
Lyrics
খুঁজে, খুঁজে পাবি না তাদেরকে তুই
চোখে, তোর চোখে ধুলো দিয়ে পালাবে সে
সামলে নিবে সে সামনে যা আসে জানের উপর বাজি রেখে
গুপ্ত, গুপ্তচরের মত করছে সে কাজ
ছোট্ট, ছোট্ট হাতে তার এক মুঠো বাজ
সামলে নিবে সে সামনে যা আসে জানের উপর বাজি রেখে
দেখ, এ কেমন উন্মাদনা
দেখ, এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা, করো তোমার খেলা
তোমার খেলাতেই, হবে বিজয় মেলা
তাই, তুমি তাই, বিচ্ছুর দংশন
ওরে, ওরে দেখ তোরা আমারি বিচ্ছুরি দল
কামড়ে, কামড়ে দিয়ে ওদের করবে অচল
এই পুঁচকে ছোকরা গুলোর সাহস দেখে বেড়ে যায় আমার মনোবল
দেখ, এ কেমন উন্মাদনা
দেখ, এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা, করো তোমার খেলা
তোমার খেলাতেই, হবে বিজয় মেলা
তাই, তুমি তাই, বিচ্ছুর দংশন
দেখ, এ কেমন উন্মাদনা
দেখ, এ কেমন সান্ত্বনা
ছোট্ট শিশুরা, করো তোমার খেলা
তোমার খেলাতেই, হবে বিজয় মেলা
তাই, তুমি তাই, বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন
বিচ্ছুর দংশন