![Bidayer Gaan ft. Bassbaba Sumon](https://source.boomplaymusic.com/group10/M00/02/03/5eea6758d6fb4777b69b9e0180160974_464_464.jpg)
Bidayer Gaan ft. Bassbaba Sumon Lyrics
- Genre:Metal
- Year of Release:2024
Lyrics
বংশের মুখ উজ্জ্বল করা ছেলে, পড়াশোনায় চরম
ঠাণ্ডা মেজাজে চুপ চাপ স্বভাবের, মাথা করে না গরম
আজ দেখি সেই শান্ত ছেলের চোখে জ্বলে উঠেছে আগুন
রোদ ঝলসানো বিবেকের তাড়ায় দেখছে সবই নতুন
মাকে বলে সে কলমের কালি আর পরবে না কাগজে
যতক্ষণ না রক্তে লিখেছি স্বাধীন বাংলার মাটিতে
বিদায় দাওগো মা যাচ্ছি আমি চলে
যুদ্ধ জয় করে আবার ফিরব তোমার কোলে
কেঁদো না কেঁদো না মা একা নই আমি
লক্ষ্য সাথী সঙ্গে আমার করবো স্বাধীন মাতৃভূমি
ডানপিটে ছেলে দুষ্টু সে যে বড়, অদ্ভুত প্রকৃতির
গিটার হাতে জোছনায় কি যে খোঁজে, মন শুধু অস্থির
পাগলাটে সেই ছেলেটির হাতে আজ নেই আর গিটার
জোছনা আজ রক্তে রাঙানো, চোখ জুড়ে আঁধার
মা কে গিয়ে বলে মাফ করে দিস আমায়, জালিয়েছি প্রচুর
নষ্ট ছেলেটি রণাঙ্গনে গিয়ে গাবে বিজয়ের সুর
বিদায় দাওগো মা যাচ্ছি আমি চলে
যুদ্ধ জয় করে আবার ফিরব তোমার কোলে
কেঁদো না কেঁদো না মা একা নই আমি
লক্ষ্য সাথী সঙ্গে আমার করবো স্বাধীন মাতৃভূমি
বিদায় দাওগো মা যাচ্ছি আমি চলে
যুদ্ধ জয় করে আবার ফিরব তোমার কোলে
কেঁদো না কেঁদো না মা একা নই আমি
লক্ষ্য সাথী সঙ্গে আমার করবো স্বাধীন মাতৃভূমি
ওগো মা, ভেবোনা না, যাচ্ছি যুদ্ধ জয় করতে
আসব ফিরে, বিজয় পতাকা হাতে
ওগো মা, ভেব না, যাচ্ছি যুদ্ধ জয় করতে
আসবো বিজয় নিয়ে
ওগো মা, ভেবোনা না, যাচ্ছি যুদ্ধ জয় করতে
আসব ফিরে, বিজয় পতাকা হাতে
ওগো মা, ভেব না, যাচ্ছি যুদ্ধ জয় করতে