
Ya Rab ft. Abdullah Al Mamun Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ইয়া রব ইয়া রব
দমে দমে তোমারই অনুভব
তোমার পথে যদি হয় পথচলা
নেই কোন পরাভব
দয়া করো দয়াময় প্রভু রহিম
দমে দমে তোমারই অনুভব
ইয়া রব ইয়া রব
দমে দমে তোমারই অনুভব
আমরা ডুবে আছি শত ভুলে
বেঁধে নাও প্রভু তুমি সত্যের ফুলে
বুকটা ভরিয়ে দাও তব করুণায়
তবেই তো সুখটা পাওয়া সম্ভব
ইয়া রব ইয়া রব
দমে দমে তোমারই অনুভব
অসীমও আকাশে স্রষ্টা তুমি
রহমত দিয়ে প্রভু বানালে ভুমি
আমার মালিক প্রভু আল্লাহ তুমি
মুছে দাও জীবনেন পাপ যত সব
ইয়া রব ইয়া রব
দমে দমে তোমারই অনুভব