
Baba Tomar Kotha Mone Pore ft. Pori Akanda Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
বাবা তোমার কথা মনে পড়ে
পাশে নেই তুমি কতদিন
নীরবে নয়নে অশ্রু ঝরে
দিনগুলো ধূসর মলিন
পাশে নেই তুমি কতদিন
বাবা ও বাবা, বাবা ও বাবা
পাশে নেই তুমি কতদিন
ছোট থেকে বড় তুমি করেছো আদরে
তুমি হীনা ভেবে থাকি বিষাদের ঘরে
স্নেহ মায়া মমতায় করেছো পালন
তুমি নেই স্বপ্ন হয়না রঙিন
পাশে নেই তুমি কতদিন
বাবা ও বাবা, বাবা ও বাবা
পাশে নেই তুমি কতদিন
বিপদে আগলে রেখে বাবা সয়েছো ক্ষত
ভালোবাসা দিয়ে বেঁধে ছিলে অবিরত
তোমার মতো কেউ হয়না আপন
তুমি নেই কষ্টে কাটে প্রতিদিন
পাশে নেই তুমি কতদিন
বাবা ও বাবা, বাবা ও বাবা
পাশে নেই তুমি কতদিন