Megher Arale Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
Megher Arale Lyrics in Bengali
Dialogue
জানো একদিন আমি বৃষ্টি হবো
তুমি কি ভিজবে সেই বৃষ্টিতে
হবে একমুঠো মেঘের সাক্ষী
ভাববে কি সেই পুরনো কথা
আমি সেই আগের মত
বৃষ্টি হয়েও ভালোবাসি
Song Start
বৃষ্টিতে মেঘের আড়ালে
যদি পারি সূর্যের আলো হয়ে
কপোলের ঠিকানায় বলে যাই
তুমি আমার
হারাতে চাই আমি তোমার ঠিকানায়
মিশে যেতে চাই সেই বরষায়
চিৎকার করে বলতে চাই তুমি আমার
চিৎকার করে বলতে চাই
শুধুই আমার
আগলে রেখো সেই স্বপ্নটা
অনাবিল সেই মায়ার বাঁধনে
জেনে নিও
আজ ভালবাসি
যা বো না ছেড়ে তোমায়
হারাতে চাই আমি তোমার ঠিকানায়
মিশে যেতে চাই সেই বরষায়
চিৎকার করে বলতে চাই তুমি আমার
চিৎকার করে বলতে চাই
শুধুই আমার
Megher Arale Lyrics in English
Brishti te megher arale
Jodi pari surjer aalo hoye
Kopaler thikanay bole jaai
Tumi amar
Harate chai ami tomar thikanay
Mishe jete chai sei boroshay
Chitkar kore bolte chai tumi amar
Chitkar kore bolte chai sudhui amar
Aagle rekho sei swapno ta
Onabil sei mayar bandhone
Jene nio aaj valobashi
Ja bo na chere tomay
Harate chai ami tomar thikanay
Mishe jete chai sei boroshay
Chitkar kore bolte chai tumi amar