Bohudur ft. Bodhan & Shila Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
একটাই আকাশ তোমার আমার
খুঁজে ফিরি ওই চাঁদটাকে,
একটাই জোছনা তোমার আমার
এঁকে ফিরি নকশা ভোরে
বহুদূর হেটেছি
আলোর ভিড়ে তোমার নিয়ে আমি
কেনো আজ অন্ধকার
নেই তুমি পাশে
ছুটে চলেছি ঐ দূর পথে একা....
একা লাগে একা মনে হয়
খুঁজে ফিরি আমি তোমাকে
একা লাগে একা মনে হয়
তুমিও কি খুঁজো এই আমাকে..
কত সুর বেঁধেছি মনে আড়ালে
তোমায় নিয়ে আমি,
কেনো আজ অন্ধকার
নেই তুমি পাশে ছুটে চলেছি
ঐ দূর পথে একা...
একি শূন্যতা ? তোমার আমার,
পূর্ণ হয়ই আমি তোমাতে
বহুদূর হেটেছি
আলোর ভিড়ে তোমার নিয়ে আমি
কেনো আজ অন্ধকার
নেই তুমি পাশে
ছুটে চলেছি ঐ দূর পথে একা....
যদি ভালোবাসা পাই
শুধরে নিবো জীবনের ভুলগুলি...