![Tumi Amar O Sukh ft. Zarin Subah](https://source.boomplaymusic.com/group10/M00/09/21/165daade5bd64bfbab19162077293ebd_464_464.jpg)
Tumi Amar O Sukh ft. Zarin Subah Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
তুমি মিষ্টি তুমি ঝাল
তুমি সুর তুমি তাল
দুঃখ তুমি সুখের প্রণয়..
তুমি রাত তুমি চাঁদ
দুজনে একই সাথ
চলো দূরে আজ হারিয়ে যাই..
তুমি সাগরের মোহনা তুমি ছাড়া অর্থহীন
তুমি রাতের আকাশে আমার চন্দ্রদ্বীপ
তুমি দিনের আলো রাতের আঁধার
তুমি সন্ধ্যা গোধূলি তার সূর্যস্নান..
চোখের কাজল তুমি
মুখের হাসি তুমি
ভালোবাসি-আমি-তোমাকে..
এই মন মাঝা রে
রেখেছি সাজিয়ে
ওগো খুব আদরে
তোমাকে
জীবনে আর কি আছে চাওয়ার
চেয়েছি পৃথিবী পেয়েছি তোমায়
সুখের চন্দ্র প্রদীপ মায়ায়
জড়িয়ে নিয়েছো আমায়
তোমার মন মাঝারে
ওগো খুব আদরে
রেখ জনম ভরে
আমাকে
তুমি ভোরের পাখি
ঘাস ভেজা শিশির
তুমি রংধনুর সাত রঙে রোদ-বৃষ্টির সুর
তুমি আমার সুখ
ও তুমি আমার সুখ
তুমি আমার সুখ