![Aaroj](https://source.boomplaymusic.com/group10/M00/09/21/ea53d3ec580b4ccd8f82c86a824b7b70_464_464.jpg)
Aaroj Lyrics
- Genre:Gospel
- Year of Release:2023
Lyrics
এই আঁধারে যদি পথ, হারাই প্রভু
হারিয়ে যেতে চাই যদিও কভু
আলোর পরশ দিও আমার মনে
জপিগো তোমার নাম যেন সেই ক্ষণে।।
মহামহিম তুমি ছাড়া, এই হীন জ্যোতিহারা,
অমানিশা ঘন হৃদি, মুছিব কেমন করে।
মহামহিম তুমি ছাড়া, এই পাপী পথহারা,
তোমার সরল পথে, চলিব কেমন করে।
তুমি প্রকাশ প্রভু, তুমিই গোপনে
জপিগো তোমারই নাম যেন সেই ক্ষণে।।