Elomelo Mon Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
এলোমেলে মন
যখন তখন
ভাবে শুধু তোমায় সারাক্ষণ।
বোঝেনারে ক্ষন
যখন তখন
খোঁজে শুধু তোমায় সারাক্ষণ।
আমি তুমি ছাড়া
হবো দিশাহার
তুমি দূরে গেলে
মনে শ্রাবনধারা।
যখন তুমি থাকো পাশে
মনের মাঝে কাঁপন জাগে
দুরু দুরু বুকের মাঝে
তোমার ছোয়ায় হৃদয়সাঝে।
আমি তুমি ছাড়া
হবো দিশাহারা
তুমি দূরে গেলে
মনে শ্রাবন ধারা।
এলোমেলে মন————
তুমিযদি যাও হারিয়ে
মনটা আমার পাগল হবে
তোমার স্মৃতির কষ্টগুলো
বৃষ্টি হয়ে ঝরে যাবে।
আমি তুমি ছাড়া
হবো দিশাহারা
তুমি দূরে গেলে
মনে শ্রাবনধারা।
এলোমেলে মন