Tomakey Ami Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2023
Lyrics
তোমকেই আমি
দ্দধু চাই যে
এই অন্তরে
আর কেউ নাই রে।
মনমাঝে তোমায়
রেখেছি লুকিয়ে
মন ভেঙ্গে দিয়ে
যেওনা কো দূরে। (২)
তুমি আমার শুধুই আমার
অন্য কারো না।
হৃদয় মাঝে বসত তোমার
অন্য কোথাও না।
ওও..তুমি আমার শুধুই আমার
অন্য কারোনা।
হৃদয়মাঝে বসত তোমার
অন্য কোথাও না।
তোমার মনে মনটা আমার
রেখো যে যতনে।
তোমাকেই আমি....
তুমি যদি যাওগো ভুলে
হবোপাগল পারা।
হৃদয় বইবে অশ্রম্ননদী
নয়ন বইবে ধারা।
ওও.. তুমি যদি যাওগো ভুলে
হবোপাগল পারা।
হৃদয় বইবে অশ্রম্ন নদী
নয়ন বইবে ধারা।
জনম জনম ভালাবাসায়
রবো তোমার সনে
তোমাকেই আমি....