Shopne Shilpi (Remastered) Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
স্বপ্ন গুল যেন হারিয়ে যাচ্ছে
ইচ্ছে গুলো কেউ দমিয়ে রাখছে
সকাল ৭ টায় বেরিয়ে
কি করছ
এই জনতার ভিড়ের
মাঝখানে
ট্রেন-এ বাস-এ ধুলো মাখা
শহরের গহ্বরে
রোদ আসেনা যেখানে
করছ কি
সারা জীবনে কতবার বেছেছও
নিজেরই মনটাকে
নিজের স্বপ্ন ভুলে গিয়ে তুমি
কার স্বপ্ন আপ্নালে
স্বপ্ন গুল যেন হারিয়ে যাচ্ছে
ইচ্ছে গুলো কেউ দমিয়ে রাখছে
মনের ভিতরের শিল্পীটা
ভেসে যাচ্ছে অন্ধকারে
বিশ-তিশ বছর পেরিয়ে গেলেও
মনে তো থাকবেনা
শিল্প যদি হারিয়ে যায়
সোসাইটি থাকবেনা
স্বপ্ন গুল যেন হারিয়ে যাচ্ছে
ইচ্ছে গুলো কেউ দমিয়ে রাখছে
স্বপ্ন গুল যেন হারিয়ে যাচ্ছে
ইচ্ছে গুলো কেউ দমিয়ে রাখছে
মনের ভিতরের শিল্পীটা
মুছে যাচ্ছে অন্ধকারে
ছিলে নাকি শিল্পী এক কালে