তুমি আমি তারা Lyrics
- Genre:Alternative
- Year of Release:2023
Lyrics
তুমি গাড়ি, তারা তেল
দামটাই তো বিট্কেল
তুমি পশ্চিম, তারা দিক
বুঝে ফেলতেই কি প্রতিম
তুমি ট্রাক-কুন, তারা ইসেকাই
আমি রাস্তায় গিয়ে ভুলে যাই
আর প্রতিবার ভুলে গিয়ে আমি
ভালবাসায় ডুবে যাই
তারা ব্যান্ডওয়িদ্ঠ, তুমি রেডিও
এত চ্যানেল রেখে কি হল
তারা সাসস্পেন্স, তুমি সান্ডে
এত উদ্বেগ কবে মিটবে
তারা অতিথি, তুমি শ্বাগতিক
এত যত্ন কর প্রতিদিন
কেন আঁখড়ে থাকার অজুহাত টাই
ভুলে যাই নি এতদিন
তুমি কুঙ্ক, তারা সিঁদুর
তুমি কুঙ্ক, তারা সিঁদুর
তুমি মৃন্ময়ী হয়ে মিশে গেছো ঐ হতভাগাদের দলেতে