ক্লান্ত (Klanto) Lyrics
- Genre:Alternative
- Year of Release:2023
Lyrics
তোমার চোখে জল
আগুনে নাকি দুঃখে?
তুমি কি বুঝতে পারো?
তোমার অনুভূতি কে
কি যেন জড়িয়ে ধরেছে তোমায়
তুমি কি চাও সেই দুটো হাত?
তুমি ভাবছো ধরবে সে তোমায়
তবে তুমি চলে গেলেই সে হাত বাড়ায়
তুমি কি ভয় পাচ্ছো?
তবে কেন পালাচ্ছোনা?
বসে কেন তুমি কাঁদছো?
এসো দেখো বাইরে আলো
তবে আঁধারে কি চোখ দুটো সয়ে গেছে?
ওটাই কি তোমার ঘর?
মুছতে চাচ্ছোনা আর চোখের জল
নিদ্রায় জলে গাল হয়ে যাবে শীতল