![চেষ্টা (Cheshta)](https://source.boomplaymusic.com/group10/M00/06/18/26278447097b46cab960925eaa40ccd9_464_464.jpg)
চেষ্টা (Cheshta) Lyrics
- Genre:Alternative
- Year of Release:2023
Lyrics
তোমায় আরেকটু বোঝার চেষ্টা
তুমি কে?
কি চাও আমার থেকে?
তোমায় বারবার ভোলার চেষ্টা
তখনই তুমি দাও বাড়িয়ে হাতটা
তোমায় গভীর জলে দেখতে চাওয়া
পারবোনা জেনেও ডুবে ডুবে সাঁতার কাটা
মাছগুলো চারিপাশে ঘুরে ফেরে
আরাম পেলেই তারা আমায় খেতে থাকে
তাই তোমায় আরেকটু বোঝার চেষ্টা
তুমি কে?
কি চাও আমার থেকে?
তোমায় বারবার ভোলার চেষ্টা
তখনই তুমি দাও বাড়িয়ে হাতটা
গভীর অরণ্যে তুমি যদি দাও ডাক
সন্ধ্যা হলেও আমি কেন যাবোনা?
তোমার হৃদয়টা দেখতে কেমন?
তুমি কোন ভাষায় কথা বলো?