Hariye Geche Chele Bela Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2023
Lyrics
হারিয়ে গেছে ছেলেবেলার স্বপ্ন মাখা দিন
লাল সবুজ আর নীল হলুদে রংধনু রঙিন
ভাল লাগার দিনগুলি আজ আর ফিরে পাই না যে
মনের ভিতর সে দিনগুলি ঝুমুর ঝুমুর বাজে।
হারিয়ে গেছে পাঠশালা দিন
রঙিন ছবির বই
লাটাই লাটিম রঙিন ঘুড়ি
হারিয়ে গেলো কই?
এসব খুঁজি তাই তো আমি
নিত্য সকাল সাজে।
দুরন্ত সব বিকেলগুলো
সন্ধ্যা মায়ামাখা
দুপুরগুলো হারিয়ে কেমন
বুকটা করে খাঁ খাঁ
সব হারিয়ে দুঃখ আমার
স্মৃতির ভাঁজে ভাঁজে।