Harai Na ft. Mousum & Nafiul Lyrics
- Genre:Indie
- Year of Release:2022
Lyrics
আমি হাঁটতে হাঁটতে হাঁটি না
পা বাড়াতে বাড়াতে বাড়াই না
তোমার উৎসুক ওই কালো চোখের
মায়ায় জড়িয়েও জড়াই না
যে চোখ কখনো আঁকেনি শিল্পী
কোনো শিল্পীই আঁকায় না
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না।
পাখির নীড়ের সাথে নয়
কোনো শালিক জোড়ার মতো নয়
জেনো ভ্রমর কালো নীল কয়রা
অথবা তারার মতো নয় মেনো
যে চোখ কখনো আঁকেনি শিল্পী
কোনো শিল্পীই আঁকায় না
তবু-হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না ?
আমি হাটতে হাটতে হাটি না
তোমার চোখ ছুঁড়ে দেখো আকাশে
আকাশ থাকবে না কো ফ্যাকাসে
আমি জানি না তবু-বিশ্বাসে ভাসি
এমন চোখ পেয়েছে, একা সে
সেই-চোখের প্রেমটুকু ধার দিও
চাইব না কিছু আর দিও
শুধু তোমার চোখে আমার দু'চোখ
আটকে রাখার, ভার নিও
বুঝে নিও পলক বিহীন চোখেতে তোমার
হেঁটে চলি আমি দাঁড়াই না
তবু হারাই কেনো তোমার চোখেই
অন্য চোখে হারাই না