
Joygaan Lyrics
- Genre:Metal
- Year of Release:2016
Lyrics
সব আধাঁর শেষে আলো আসে
সব রাতের শেষে স্বপ্নের ভোর হাসে
জানা আজানার এই কঠিন পথে
কত জনই ছিল, আছে পাশে
কত জনই হারিয়ে গেছে
তবু বন্ধুত্ব বদলায় নি, সময়ের সাথে হারায়নি
হতাশা গুলো মূছে দিয়ে, সুরের মূর্ছনায়
চল গাই চল গাই জীবনের জয়গান
জীবন তো একটাই তাই জমিয়ে বাঁচতে চাই
বহুদূরের ঐ আকাশ আমাদের সাথী
রংধনুর সাত রঙ্গে সময় টা আঁকি
থাকুক কিছুই বা না থাকুক
তবুও আমি থামব না
পিছন থেকে বাঁধবে আমায়
মানব না মানব না