Doshi Hoilam Ami Lyrics
- Genre:Folk
- Year of Release:2022
Lyrics
তোমার মনে মন বান্ধিয়া
দোষী হইলাম আমি
মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি
আমার মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি
রংবেরঙ্গের স্বপ্ন দেখি তোমারে নিয়া
মন ভাঙ্গিয়া টুকরা করলা আঘাত দিয়া
সুখে আছ কারে নিয়া
নিষ্ঠুর অভিমানী
মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি
আমার মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি
সৃতি মাখা চাঁদনী রাতে কারে নিলা বুকে
চোখের জলে বালিশ ভিজে তোমার দেয়া দুঃখে
মন্দ বলে পাড়ার লোকে
হইলাম দুষের ভাগী
মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি
আমার মনের দুঃখ কেউ জানেনা, জানি শুধু আমি