Bolbo Toke Aj Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2015
Lyrics
Bolbo Toke Aj - Imran
...
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
এই মনের যত আশা জুড়ে তোর ভালোবাসা
তুই ছাড়া ছুঁয়ে যায় শূন্যতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
ফিরে যাবো না আর, কাছে টেনে নে এবার
কত প্রেম জমা বুকে, দিন এলো তোকে দেবার
ফিরে যাবো না আর, কাছে টেনে নে এবার
কত প্রেম জমা বুকে, দিন এলো তোকে দেবার
তোর পথে কেন আসা, পড়ে নে চোখের ভাষা
জেনে নে, বুঝে নে এ বারতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
আঁধার মনেরই ঘর, কিছু আলো দে জ্বেলে
বাঁচবো আমি কী নিয়ে তুই দূরে চলে গেলে?
আঁধার মনেরই ঘর, কিছু আলো দে জ্বেলে
বাঁচবো আমি কী নিয়ে তুই দূরে চলে গেলে?
তোর পথে কেন আসা, পড়ে নে চোখের ভাষা
জেনে নে, বুঝে নে এ বারতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা
বলব তোকে আজ, বলব কিছু কথা
চলব অচেনা পথ, ভেঙে সব নীরবতা