OSUSTHO SHOHOR BY SAJIB Lyrics
- Genre:Alternative
- Year of Release:2022
Lyrics
ধুলো মাখা শহরের, পুরনো বাতাস এক পশলা রোদে এসে মিশে যায়;
বুকেরি পাঁজর, ভাঙ্গা যান্ত্রিক চিৎকার
মিলে মিশে ভেসে যায় কান্নায়;
ধুলো মাখা শহরের, পুরনো বাতাস এক পশলা রোদে এসে মিশে যায়;
বুকেরি পাঁজর, ভাঙ্গা যান্ত্রিক চিৎকার
মিলে মিশে ভেসে যায় কান্নায়;
মনের অসুখে অসুস্থ শহর
তেমনি তাই হচ্ছে ভাঙচুর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর
মুছে যাক অতীতের অভিনয়
নিভে যাক সব আশার আলো
স্বার্থের শহরের বুনো বিড়াল
তুই ও থাকিস ভালো
বৃষ্টি আমি চাইনা রোঁদই আসুক
রাজপথের মরীচিকা
অসময়ের গানে তবু বাজুক
ভালোবাসার অশ্রু শিখা
মনের অসুখে অসুস্থ শহর
তেমনি তাই হচ্ছে ভাঙচুর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর
ধুলো মাখা শহরের, পুরনো বাতাস এক পশলা রোদে এসে মিশে যায়;
বুকেরি পাঁজর, ভাঙ্গা যান্ত্রিক চিৎকার
মিলে মিশে ভেসে যায় কান্নায়;
মনের অসুখে অসুস্থ শহর
তেমনি তাই হচ্ছে ভাঙচুর
মনের অসুখে অসুস্থ শহর
তেমনি তাই হচ্ছে ভাঙচুর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর
আমার আকাশ জুড়ে, তোমার ঘুড়ি উড়ে
সুতো ছিঁড়ে দূর বহুদূর