![Nokkhotrer Konna ft. Muhit Rahman & Sakib Tonmoy](https://source.boomplaymusic.com/group10/M00/11/09/5a07ea16adc94636be3e914e65aaac07_464_464.jpg)
Nokkhotrer Konna ft. Muhit Rahman & Sakib Tonmoy Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2019
Lyrics
শূন্যতায় ভেষে আছি আমি
জিবনের মহাকাশচারী
পথ ফুরিয়ে যায়
তবুও সময় যায় না
বাস্তবতা হারিয়ে গিয়েছে
কনো এক ছয় নমবর গলি তে
মেয়েদের মতো পোশাক ছিল
মনে হয় না
আমি কি ক্লান্ত? খুব
আর দৃষ্টি কতো দূর?
তুমি কি চাঁদের কপাল দেখেছ?
আমি কি দেখতে পাই?
অনধকারেই গান গাই
ডুব দিয়ে উড়ে যাই
অন্য গ্রহে
আমি, আমি ছায়াপথ জুড়ে
অস্তিত্বে আমি
আমি, আমি অন্ধকূপ হয়ে রয়
অস্তিত, আমি
মনে তারা
মন কি বলে
নিচে নামবি কবে?