![Bolo Amay Kokhono Chere Jabena](https://source.boomplaymusic.com/group10/M00/07/02/351b339ef8ea4da4987582e9a69ecf93_464_464.jpg)
Bolo Amay Kokhono Chere Jabena Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2020
Lyrics
বলো আমায় কখনো ছেড়ে যাবে না,
এই হাত দুটি আলাদা করে দেবে না,
বলো আমায় কখনো ছেড়ে যাবে না,
এই হাত দুটি আলাদা করে দেবে না,
না না আমি কোনো কিছু চাই না,
তুমি হলে আমার আর কিছু লাগে না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা,
আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা,
আমি তোমায় ছাড়া থাকতে পারিনা,
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা..
দিন কি রাত আমার তুমি ছাড়া
এক মুহূর্ত কাটে না..,,
হো..একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা.....
দিন কি রাত আমার তুমি ছাড়া
এক মুহূর্ত কাটে না..
কোনো কিছুই একা আর ভালোলাগে না
মনে মনে তুমি আর কেউ থাকে না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা,
আমি তোমায় ছাড়া ভাবতে পারিনা,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝিনা
আমি তোমায় ছাড়া থাকতে পারিনা...