
Je Jon Thake Tomar Mone Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2025
Lyrics
সামনে পিছে ডাইনে বাঁয়ে
উপর নিচে সবখানে,
যে জন থাকে তোমার মনে
তারে খুঁজো কোনখানে ॥
রঙ বেরঙের ঘুড়ি কইরা
তোমায় আমায় দিছে ছাইড়া
ভাইবা দেখো কে একজন
বইসা আছে লাটাই ধইরা।
তারে, পাইতে চাইলে হয়না কভু
তীর্থ করি সন্ধানে,
যে জন থাকে তোমার মনে
তারে খুঁজো কোনখানে ॥
জগত সংসার খুঁজে পাইয়া
ভাইসা গেলাম নদী হইয়া
ভুলেই গেছি কে আমাদের
ভবেতে দিলো পাঠাইয়া।
তাই, থাকতে সময় সাধন করো
সূর্য যে যায় অস্তীমে,
যে জন থাকে তোমার মনে
তারে খুঁজো কোনখানে॥