![Obohelar Churi](https://source.boomplaymusic.com/group10/M00/02/12/643fd39d46eb445b92a4f381f44ed79aH3000W3000_464_464.jpg)
Obohelar Churi Lyrics
- Genre:Pop
- Year of Release:2025
Lyrics
আর ব্যথা সহে না
এতো কঠিন যন্ত্রণা
কি করে দেখাই তোরে বুকটা চিরে।
এ মন বোঝে না
তোকে দেখার বাহানা
কিভাবে দেখাই খুজে তোরি শহরে।
মন থেকে চাইলে দিবে না তার দাম।
এই জীবন বিনিময়ে আমি যারে চাইছিলাম
আমার বুক চিরে এ হৃদয় তোরে দিছিলাম
কেনো ,
আজ তুই অন্যজনের টাকারি গোলাম।
তুই অবহেলার ছুরি দিয়া
বুকের ভিতর খুচাইয়া
ক্ষতবিক্ষত কইরা দেখরে আমারে..
একটা জিন্দা মানুষ লাশ বানায়া
কাটা ঘায়ে লবন দিয়া
বুকটা ফাইরা পাইবি কি আর খাচার ভিতরে?
দূর থেকে তোকে দেখি
অন্য খাচার পাখি
ছিলি কতো আদরে আমার।
ভুল করে চোখ পড়া
হৃদয় পাথরে গড়া
ব্যবধানে টাকার খাচার।
চোখে জল নোনা কেনো
একসুতো ব্যথা যেনো
পুড়ে পুড়ে ছাই হয়ে যায়
বিষাদে জীবন গড়া
মন কেনো ভাঙাচোরা
তোকে দেখে সুখেরা পালায়।
মন থেকে চাইলে দিবে না তার দাম।
এই জীবন বিনিময়ে আমি যারে চাইছিলাম
আমার বুক চিরে এ হৃদয় তোরে দিছিলাম
কেনো ,
আজ তুই অন্যজনের টাকারি গোলাম।
তুই অবহেলার ছুড়ি দিয়া
বুকের ভিতর খুচাইয়া
ক্ষতবিক্ষত কইরা দেখরে আমারে..
একটা জিন্দা মানুষ লাশ বানায়া
কাটা ঘায়ে লবন দিয়া
বুকটা ফাইরা পাইবি কি আর খাচার ভিতরে?