![Humanity Day - মানবতার দিন](https://source.boomplaymusic.com/group10/M00/01/30/4b76346bbaa64843b80ee870f156b71dH3000W3000_464_464.jpg)
Humanity Day - মানবতার দিন Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2025
Lyrics
মানবতার রাজনীতি ঈমানী দায়িত্ব-
মানবতার রাজনীতি মানবিক বিবেকের দায়িত্ব।
অবিচার নয় মানবতার পক্ষ নিন
স্বৈরতা নয়, স্বাধীনতার পক্ষে রায় দিন
সত্য আর জীবনের পক্ষে শপথ নিন
বলুন- বাতিলের দাস হবো না কোনো দিন
তাহলে আত্মা মরবে না কোন দিন
জীবনের মুক্তি আসবেই একদিন
জীবন সব বস্তুর উর্ধ্বে বুঝে নিন
মানুষ হিসেবে নিজেকে চিনে নিন
মানবতার মুক্তির সাধনায় দীক্ষা নিন
সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ার শপথ নিন
মানবিক সাম্যের দুনিয়া গড়ার শপথ নিন
মানবতার বিপ্লবে যোগ দিন
মানবতার বিপ্লব অস্ত্রের বিপ্লব নয় বুঝে নিন
ইনসানিয়াত জ্ঞান আর ভালোবাসার বিপ্লব শুনে নিন
মানবতার দিন অপশক্তির গ্রাস থেকে মুক্তির দিন
মানবতার দিন বস্তুর উর্ধ্বে মানবসত্ত্বা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন দুনিয়া সব মানুষের হওয়ার দিন
মানবতার দিন সবাই তার বিশ্বাস নিয়ে চলার দিন
মানবতার দিন জীবনের আত্ম মালিকানা ফিরে পাওয়ার দিন
মানবতার দিন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের দিন
মানবতার দিন দুনিয়ার সব সম্পদ সবাই পাওয়ার দিন
যেভাবে দিয়েছেন জীবনের স্রষ্টা ও জীবনের প্রিয় রাসুল বুঝে নিন
দিন গুলো হোক সত্য ও মানবতার দুনিয়া গড়ার দিন
দিন গুলো হোক শৃঙ্খল মুক্তির দিন
স্বাধীন দিন, আলোর দিন , শুভ দিন
নিরাপদ দিন, শান্তির দিন, সব মানুষের সুদিন
সত্য ও সম্পদের মুক্ত প্রবাহের দিন
দূর হোক খুন-গুম-লুট-আতংকের দিন
আর নয় রুদ্ধতা পরাজয়ের দিন
আসুন জীবনের সত্য বুঝে নেই!
জঙ্গিবাদ বস্তুবাদ ছেড়ে দেই!
মানবতার রাজনীতি বুঝে নেই।
ইমাম হায়াত দিচ্ছেন ডাক
জীবনের বিপ্লব ইনসানিয়াত
মুক্তির একপথ ইনসানিয়াত ইনসানিয়াত।
ইনসানিয়াত বিপ্লবে যোগ দিন
নিজের জীবন ও রাষ্ট্র বুঝে নিন।
দিশাঃ আল্লামা ইমাম হায়াত