![Mone dukkho diw na ft. Sojib Shan](https://source.boomplaymusic.com/group10/M00/01/29/ecc15c4881934d9390b835388a93e2e0H3000W3000_464_464.jpg)
Mone dukkho diw na ft. Sojib Shan Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2025
Lyrics
মনে দুঃখ দিওনা ব্যাথা সইতে পারবো না
বেশী ভালোবাইসোনা শেষে অবহেলা কইরো না।
তোমার হাতে হাত রেখেছি করেছি বিশ্বাস
নরম বুকে মাথা রেখে নিব যে নিঃশ্বাস-2
হও যদি ঐ পোড়া বাঁশি গান শুনাবো রাশি রাশি
সেই গানেরো সুর শুনিয়া হইবা দিওয়ানা।
এত মায়া দিওনা মায়া দিয়া ভুইলা জাইয়্যো না-2
থাকবে যত দিন চন্দ্র সূর্য ছাইড়া যাবনা
তোমাকেই ভালোবাসি চাই যে লাখো বার
অবুঝ হব তোমার প্রেমে আমি বারে বার-2
যদি হও সবুজ পাহাড় রোদ, বাদলে রবো তোমার
থাকিব ভেসে কাছে কাছে তোমার সীমানা
এত কাছে আইসোনা কাছে আইসা দূরে জাইয়ো না-2
থাকবে যত দিন চন্দ্র সূর্য ছাইড়া যাবনা