
Auchena Nauo Tumi Lyrics
- Genre:Others
- Year of Release:2025
Lyrics
অচেনা নও তুমি অতটা যে
অনায়াসে তোমাকে ভুলে যাবো
বিপ্রতীপ আজ হয়তো প্রেম
তবু এমন আক্ষেপ আর কোথায় পাবো
মন কী তবে কাঁচের দেয়াল
ভাঙাই তোমার খেলা
হয়ত তুমি আমারই নও
ভাবছি তবু সারাবেলা
ও--- মন ভাঙা সুরে
নেশা রাতে তুমি নেই
তবু তোমার সাথে বেদনায় নীল এই প্রাণ
অভিমানী মেঘ ওড়ে
স্মৃতি ফিরে আসে
তুমি আছো এদু'চোখে
ভিজে যাওয়া দীর্ঘশ্বাসে