Jeona Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2025
Lyrics
মন কথা বলে
কোন আশায় ভালোবাসায়
ও দিন যেনে গেছে
সব কথা ভালোবাসার
দূরে দূরে থেকে ইচ্ছেফুল
তুমি একা ছুইওনা
আমাকে ঘিরে স্মৃতিগুলোর
রোদে পুড়ে যেও না।
যেও না যেও না যেও না
কাছে আসো আরও কাছে
আসোনা নেফারতিতি
মলিন ইচ্ছেগুলো সব
আনন্দে দুজনায় মাখি