
Pakhi-10 Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কানতে কানতে জীবন গেলো
দুঃখ কষ্টে দিন ফুরাইলো
কেমন জীবন দিলা আল্লারে...
যার লাগিয়া ঘর ছাড়িলাম
সোনার দেহ করলাম ক্ষয়
সেই বেঈমান পাখি আমার হইলো নারে।
কানতে কানতে জীবন গেলো
দুঃখ কষ্টে দিন ফুরাইলো
কেমন জীবন দিলা আল্লারে...
যার লাগিয়া ঘর ছাড়িলাম
সোনার দেহ করলাম ক্ষয়
সেই বেঈমান পাখি আমার হইলো নারে।
পাখিরে ও পাখিরে...
তুই আমার চাইতে আপন পাইলি কারে
পাখিরে ও পাখিরে...
তোর বিচার দিলাম খোদার-ই দরবারে।
কাঁঠ ঠোকোরা পাখী যদি
ঝাঝরা করবি বুক-
তবে কেন সরল মনে
দিলি প্রেমের ফুঁক-
পাখি দিলি প্রেমের ফুঁক।
ওরে কাঁঠ ঠোকোরা পাখী যদি
ঝাঝরা করবি বুক-
তবে কেন সরল মনে
দিলি প্রেমের ফুঁক-
পাখি দিলি প্রেমের ফুঁক।
আঁধা পাগল হইয়া এখন ঘুরি দ্বারে দ্বারে-
আঁধা পাগল হইয়া এখন ঘুরি দ্বারে দ্বারে।
পাখিরে ও পাখিরে...
তুই আমার চাইতে আপন পাইলি কারে
পাখিরে ও পাখিরে...
তোর বিচার দিলাম খোদার-ই দরবারে।
বাজপাখির মতো এক ছোঁ মেরে কলিজা খাইলি,
আমার জীবন নষ্ট করে
কি সুখ তুই পাইলি-
পাখী কি সুখ তুই পাইলি।
বাজপাখির মতো এক ছোঁ মেরে কলিজা খাইলি,
আমার জীবন নষ্ট করে
কি সুখ তুই পাইলি-
পাখী কি সুখ তুই পাইলি।
বেঁচে থাকতে চাইনারে আর যাবো পরপারে-
বেঁচে থাকতে চাইনারে আর যাবো পরপারে।
পাখিরে ও পাখিরে...
তুই আমার চাইতে আপন পাইলি কারে
পাখিরে ও পাখিরে...
তোর বিচার দিলাম খোদার-ই দরবারে।
কানতে কানতে জীবন গেলো
দুঃখ কষ্টে দিন ফুরাইলো
কেমন জীবন দিলা আল্লারে...
যার লাগিয়া ঘর ছাড়িলাম
সোনার দেহ করলাম ক্ষয়
সেই বেঈমান পাখি আমার হইলো নারে।
কানতে কানতে জীবন গেলো
দুঃখ কষ্টে দিন ফুরাইলো
কেমন জীবন দিলা আল্লারে...
যার লাগিয়া ঘর ছাড়িলাম
সোনার দেহ করলাম ক্ষয়
সেই বেঈমান পাখি আমার হইলো নারে।
পাখিরে ও পাখিরে...
আমার চাইতেও আপন পাইলি কারে
পাখিরে ও পাখিরে...
তোর বিচার দিলাম খোদার-ই দরবারে।
পাখিরে ও পাখিরে...
তুই আমার চাইতে আপন পাইলি কারে
পাখিরে ও পাখিরে...
কলঙ্কের দাগ লাগাইলি অন্তরে।