Prottaborton ft. Sun Shah Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
যদি ঘুমঘোরে ভুল করেও
সব কটা স্বপ্নে নামি
ভেবে নিও দু:স্বপ্ন সব
করোনা যতন পাগলামির
কিছু ব্যথা অন্যরকম
থামতে হয় কল্পনাতে
মিছে ভেবেই অর্থ খোজে
শেষ রাতের জল্পনাতে।
যত ফেরাও তুমি তোমার থেকে
ভাবনা ফিরেই আসে
চোখ বেয়ে ঘুম না নামুক
ঠিক ভিজেই আসে।
জানো, আঁধারে ভয়
কালো মেঘেরা ছোঁয়
খুব নিঠুর সময়
তাই চাঁদও ঢেকে যায়
থমথমে মন
ভেংগে টুকরো যখন
আকাশটা চমকালে
খোঁজো কি আমায়?
না, না- সত্যি তা নয়
ভুল ভাবছো আবার!