Bhul Shomoy (Drum N Bass) ft. Modernotaku Lyrics
- Genre:Electronic
- Year of Release:2024
Lyrics
তোকে নিয়ে রাত জাগা কথাগুলা কিভাবে এড়িয়ে বেড়াব
তোকে আমার মনের ভেতর বেঁধে রেখে দিয়ে আমি কই যেতে পারি
তুই আমায় বল কিভাবে
তুই ছিলি ভুল সময় ভুল শহরে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
তোকে নিয়ে রাত জাগা
স্বপ্নের আড়ালে লুকিয়ে বেড়ানো
তোকে আমার মনের ঘর থেকে কিভাবে
লুকিয়ে রাখব এড়িয়ে বেড়াব
তুই কি আমার সাথে যাবি?
তুই ছিলি ভুল সময় ভুল শহরে
তুই ছিলি ঠিক জায়গায় ভুল সময়ে ভুল শহরে
তোকে কিভাবে আটকাবো আমার মন থেকে?
আমি ছিলাম ভুল সময় ভুল শহরে
আমি ভুল সময় ভুল শহর ভুল শহরে আমি
কিভাবে আটকাবো তোকে আমার মন থেকে?