![Tahajjud](https://source.boomplaymusic.com/group10/M00/12/03/5968d7898b164791bd596102d311e605H1500W1500_464_464.jpg)
Tahajjud Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
জায়নামাজে দাঁড়িয়ে রাতে
দু'চোখ যখন ঝর্ণা হয়ে যায়
মন হয়ে যায় অবনত তার কাছে
বুক ভেসে যায় অশ্রুর বন্যায়
কন্ঠে ঝরে কুরআনের তিলাওয়াত
গভীর রাতের আঁধার পর্দা কেটে
রুকু সিজদায় বিনয়াবনত মন
বিগলিত হয়ে ঝরে পড়ে ফেটে ফেটে
প্রশান্ত পুলকিত দেহ মন
তৃপ্ত হয় অমলিন শ্রদ্ধায়
ভেজা ভেজা মনে তাঁর কাছে মুনাজাত
হৃদয়ের সব রুদ্ধ দুয়ার খুলে
মানা নামানা জানা ও অজানা ভুল
ক্ষমা চেয়ে নেয়া ভেজা চোখে হাত তুলে
রাতের গভীরে ক্ষমা করো প্রভু বেশি
নিশীথে দাঁড়াই দয়ারই ভরসায়