
Biday Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2020
Lyrics
যাদের সাথে কেটেছে অনেক বেলা
ঘুরেছি অনেক, দেখেছি চিত্র মেলা।
তাদের থেকে আজকে অনেক দূরে
সময়ের সাথে, এসেছি অন্য তীরে।
এভাবে করেই মানুষের চলাচল
পুরাতন গিয়ে, নতুনের কোলাহল।
জগতের এ এক অটল নিয়ম-নীতি
বাইরে যাবার, নেইযে কোন রীতি।
নতুন জায়গা আপন হয়ে আবার
সময়ের সাথে, সময় হবে যাবার।
একই নিয়মে ঘুরতে ঘুরতে বেশ
হায়াতের শেষে, জীবনের নিঃশেষ।
আখেরে আসবে চির জীবনের পালা
হয়ত শান্তি, নয়ত কঠিন জ্বালা।
আল্লাহ তুমি আগুনে না ফেলো
শান্তি নিবাস, জান্নাতে ঠাঁই দিও।