![He Priyo Rahbar](https://source.boomplaymusic.com/group10/M00/11/27/341067831a0647babee0ccda3f77de07H3000W3000_464_464.jpg)
He Priyo Rahbar Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
মালেক যেভাবে হৃদয় ছুঁয়েছে, সেভাবে ছোঁয়নি কেউ
তাই তো এখনো মালেকের নামে হৃদয়ে প্রেমের ঢেউ!
মালেক! মালেক! শহীদ মালেক–ইতিহাস ভাঙা নাম,
আমাদের বুকে জায়গা নিয়েছে লহুলাল রাঙা খাম ||
.
আমরা সহজে ক্লান্ত হয়েছি দাওয়াতের কাজে খেঁটে
অথচ মালেক মাইলের পরে—মাইল গিয়েছে হেঁটে!
আমরা এখনো জ্বলতে পারিনি ঈমানের তেজ নিয়ে
তাই তো এ দেহে ক্লান্তি এনেছে শরীর ভেজানো ঘাম ||
.
"মালেক যেভাবে স্বপ্ন দেখেছে, এঁকেছে প্রীতির ভাঁজ
আমরা সেভাবে হৃদয় বিলিয়ে করতে পারিনি কাজ" ||
.
হৃদয়ে এখনো অহমিকা ভরা খুলুসিয়াতের ফাঁকে
অজানা সুরের লোভের ব্যাসাতি বারবার পিছু ডাকে!
চোখের ওপরে প্রলেপের রঙ সহজেই যায় মোছা
মনের প্রলেপে ম্লান হয়ে যায়—শহর নগর গ্রাম ||