Venge Chure Jai Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2024
Lyrics
আমি ভেতর থেকে
ভেঙ্গে চূঁড়ে যাই
যদি ক্ষণিক তোকে
দেখতে না পাই
এই বুকটা জ্বলে
এই বুকটা পোড়ে
তোকে মনের খুব
কাছা কাছি চাই।
এই মন আমার
হয় উড়াল পাখি
খোঁজে তোকে মেলে
দুটি ডাগড় আখিঁ
এই হৃদয় টলে
চোখ ভরে জলে
এই হৃদয় টলে
চোখ জলে ভরে
ঐ নীল নিলিমার
কোথাও তুই নাই।
সেই দিন আমার
দেয় স্মৃতি আঁকি
সেযে তোরই কথা
বলে নিড়ালে ডাকি
মনে প্রদীপ জ্বলে
চোখে বিরহ দোলে
ঐ আশা নিরাশার
মাঝে তোকে পাই
আমি ভেতর থেকে
ভেঙ্গে চূঁড়ে যাই
যদি ক্ষণিক তোকে
দেখতে না পাই।