
Kichu Kotha Sohojei Jayna Bola Lyrics
- Genre:Pop
- Year of Release:2024
Lyrics
কিছু কথা সহজেই যায় না বলা
কিছু পথ দুজনায় হয় না চলা
তবুও জীবন চলে জীবন কে নিয়ে
চাওয়া পাওয়া সব ভুলে ভালবেসে
এমনও তো প্রেম হয়
বিরহে ভাঙে হৃদয়
যে প্রেমের হয় না ত ক্ষয়
জনম জনম ধরে বেচে রয় অন্তরে
হৃদয়ে নিয়ে পরাজয়
তবুও জীবন চলে জীবন কে নিয়ে
চাওয়া পাওয়া সব ভুলে ভালবেসে
এমনও তো জীবন থাকে
জীবনের বাকে বাকে
থাকে শুধু দুঃখ ব্যথা
পাওয়া না পাওয়ার মাঝে
আবার জীবন সাজে
ভুলে গিয়ে সব নিরবতা
তবুও জীবন চলে জীবন কে নিয়ে
চাওয়া পাওয়া সব ভুলে ভালবেসে