Je Manush Prem Bojhena Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
যে মানুষ প্রেম বোঝেনা,
মিছেই তারে ভালবাসা।
পাগল মন তারেই কেন,
ভালবাসে বারে বারে।
ও সে বোঝেনা প্রেমের ধরন,
মিছেই দেখা স্বপ্ন আশা।।
১) মরেছি সেই মানুষটারি প্রেমে পরে
ভূল করে,
ভুলতে চাইলেও আরো বেশি মনে পরে
বারে বারে।
মানুষটার মতি গতি যায় না বোঝা,
কে জানে কখন কোথায় বাঁধে বাসা।
২)মানুষটা কখন কারে ভালবেসে
আপন করে,
ভাঙ্গে আবার কখন কার মন
নিজের মত যতন করে।
তবু কেন তার লাগিয়া এতো মায়া
যতন করে থাকবো পাশে হয়ে ছায়া।