
Baba Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2024
Lyrics
ছোট্টবেলার কথা মনে নেই
আছে শুধু ঝাপসা ছবি
ছোট্টবেলার কথা মনে নেই
আছে শুধু ঝাপসা ছবি
কখনও বিকট হাসায়
কখনও নীরব ভাবায়
কখনও রঙিন দেখায়
কখনও মলিন দেখায়
কতদিন বাবা ডাক শুনিনা
কতদিন বাবা ডাকিনা
তোমার এভাবে অসময় চলে যাওয়া
আশপাশে হায়নাদের জেগে উঠা
সুযোগে….সুযোগে
তোমার এভাবে অসময় চলে যাওয়া
রক্ত সম্পদ বন্ধনে ছলনা
সুলভে…সুলভে
কখনও বিকট হাসায়
কখনও নীরব ভাবায়
কখনও রঙিন দেখায়
কখনও মলিন দেখায়
কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা তোমায়
গত দু-যুগে কত কথা যে
লুকিয়ে আছে মনের কোণে
ওপারে যেদিন আবার দেখা হবে
তুমি শুনবে সব বুকে নিয়ে
কতদিন বাবা ডাক শুনিনা
কতদিন বাবা ডাকিনা
কতদিন বাবা ডাকিনা
কতদিন বাবা ডাকিনা….