
Arekti Prohor Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
তুলে রাখা সপ্ন, যত্ন করে
ভেঙ্গে নাও সাজিয়ে, আধো ঘুমের ঘোরে
তাজা সমীকরনের দু'পাশ মেলাতে
ছোটো ব্যস্ত মিছিলে, ঠিক রোজ ভোরে।
আরেকটি প্ৰহর তুমি দেখার সুযোগ
পাবে কি, পাবে না - এই মিছে অভিযোগ
নিয়ে বাঁচার তাগিদে, সপে দাও নিজেকে
এই অদ্ভূত, নিষ্ঠুর, খুনের শহরে!
এক পা, দুই পা করে বাড়ছে মায়াচক্রের গতি
সহজ সমীকরণ, হাতের নাগালে প্রস্তুত চেনা অতীত
যদিও ভবিষ্যৎ ভাবতে নেই, সুখের তাড়নায়
পিছুটান, ভয়, তবুও কঠিন হিসেব মেলায়
আবার নিয়তি, দেয় হাতছানি
অনিশ্চিত সম্ভাবনার
পেছন ফেলে রেখে যাবার
শেকড় যত আছে বোনা
দিন শেষে তাই, হিসেব মেলাই
দিন শেষে তাই, হিসেব মেলাই
অন্ধকারে আলোর মুখোশ পরে এইতো বেশ আছি
মুখ বন্ধ করে, ভালোর সন্ধানে হয়তো আশায় বাঁচি
এই যান্ত্রিক নিয়মের অবহেলায়
একা আমি, নিরুপায়, খুব অসহায়!
এই নিস্প্রাণ নগরীর অবহেলায়
একা তুমি, নিরুপায়, খুব অসহায়!
ইচ্ছে গুলো তাই প্রতিনিয়ত
আস্তাকুড়ে পড়ে থাকে নিহত
ইচ্ছে গুলো তাই প্রতিনিয়ত
আস্তাকুড়ে পড়ে থাকে নিহত
"ঠিক ঘুরে দারাবো"- এই কামনায়
কত অশ্রু ফোঁটা জমে ঘড়ির কাঁটায়
আরেকটি প্ৰহর তুমি দেখার সুযোগ
পাবে কি, পাবে না - এই মিছে অভিযোগ
নিয়ে বাঁচার তাগিদে, সপে দাও নিজেকে
এই অদ্ভূত, নিষ্ঠুর, খুনের শহরে!