Pran Hashbe Lyrics
- Genre:Rock
- Year of Release:2024
Lyrics
কে বা কারা ঘুম পারাবে
কে আমাদের স্বপ্ন দেখাবে
গানের সুরে, পাখির ডাকে
স্বপ্ন পুরে, কোন ভর দুপুরে
প্রাণ হাসবে।
কোথায় কখন মন হারাবে
কি আছে এ মনের ভিতরে
বালিশ তোশক মাটিতে বিছিয়ে
স্বপ্ন বুনে আপন ঘোরে
প্রাণ হাসবে।
মনের পাখি মন মন্দিরে
উড়ে এসে জুড়ে বসে
আমায় ডাকছে।